সত্যিই এত বড়, চোখ খুলে গিনেস রেকর্ড(ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩০, আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯
ছোটদের ভয় দেখাতে অনেক বড়ই চোখ বড় করেন। কিন্তু এত বড়! আশ্চর্য লাগলেও সেটাই করে দেখালেন এই নারী। চোখের মণি যেন বেরিয়ে আসছে! আর রেকর্ড গড়ে গিনেস বুকেও নাম উঠালেন। চোখ খোলার পরে নীচের পাতা থেকে উপরের পাতার দূরত্ব ১২ মিলিমিটার। মানে প্রায় পৌনে এক ইঞ্চি!
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর অফিসিয়াল ইনস্টাগ্রামে এই চোখ খোলার ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে, কিম গডম্যান নামে এই নারীই বিশ্বে সবচেয়ে বড় করে চোখ খুলতে পেরেছেন।
বলা হয়েছে, এই রেকর্ড ‘ফার্দেস্ট আইবল পপ’ ক্যাটাগরিতে রেকর্ড গড়ার স্বীকৃতি পেলেন কিম।
ভিডিওটি পোস্ট হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়। লাইক আর কমেন্ট তো আছেই সেই সঙ্গে বেড়েই চলেছে ভিউয়ের সংখ্যা। আনন্দবাজার
View this post on Instagram